বাণী
ঢাকা মহানগরীর মালিবাগে অবস্থিত আবুজর গিফারী কলেজ একটি প্রাচীন, সুপরিচিত ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। মহান স্বাধীনতা সংগ্রামের সাথে অবুজর গিফারী কলেজের সম্পৃক্ততা রয়েছে, কারণ স্বাধীনতা যুদ্ধের প্রথম শহিদ ফারুক ইকবাল আবুজর গিফারী কলেজ ছাত্র সংসদের (ছাত্রলীগ) নির্বাচিত জি.এস ছিলেন। তাঁর আত্মত্যাগের মহিমা শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
১৯৬৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই ভাল ফলাফল অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা কলেজের সুনাম ও সুখ্যাতি অক্ষুন্ন রেখেছে। উপরমন্ত কলেজের শান্ত ও মনোরম পরিবেশ শিক্ষার্থীদের সৃজনশীলতার বহি: প্রকাশ ঘটাচ্ছে। অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরী, প্রশস্ত খেলার মাঠ ইত্যাদি শিক্ষার পরিবেশকে করেছে যুগোপযোগী। নৈতিকতা বিষয়ক কার্যক্রম ‘‘পুষ্প বিকাশে আমরা’’ এবং কলেজের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক দৃষ্টিভঙ্গী সম্পন্ন, ধৈর্য্যশীল এবং আত্মসংযমী হয়ে উঠছে। এই বিশ্বায়নের যুগে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মত প্রবল ইচ্ছশক্তি এবং মানসিক দৃঢ়তা শিক্ষার্থীদের আছে। শিক্ষার গুণগতমান বৃদ্ধির উদ্দেশ্যে শিক্ষকদের জন্য সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন এবং ডিজিটাল কন্টেন্ট তৈরী করা সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। ফলে শিক্ষকরা হয়ে উঠছেন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। আমরা জানি, আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর এই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজন সৃজনশীল ও দক্ষ প্রজন্ম। শিক্ষকদের প্রচেষ্টায় শিক্ষর্থীরা হয়ে উঠছে আলোকিত মানুষ।
কলেজের নামকরণ হয়েছে হযরত আবুজর গিফারী (রা:) এর নামে যিনি সমগ্র জীবন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। হযরত আবুজর গিফারীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এ প্রজন্ম উচ্চ নৈতিকতা সম্পন্ন মানুষ হবে- এটাই আমাদের প্রত্যাশা। আমি বিশ্বাস করি ভবিষ্যতে আবুজর গিফারী কলেজের শিক্ষার্থীরা অবশ্যই তাদের মেধা ও শ্রম দিয়ে একজন সচেতন নাগরিক হিসেবে জাতি গঠনে এবং সমাজের কল্যাণে ব্যাপক ভুমিকা রাখবে।
বশীর আহম্মদ
অধ্যক্ষ
আবুজর গিফারী কলেজ
মালিবাগ, ঢাকা